সূরা কাফিরুন বাংলা অনুবাদ সহ
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে
قُلْ يَٰٓأَيُّهَا ٱلْكَٰفِرُونَ
উচ্চারণঃ কুল ইয়াআইয়ুহাল কা-ফিরূন।
অর্থঃ বলুন, হে কাফেরকূল,
لَآ أَعْبُدُ مَا تَعْبُدُونَ
উচ্চারণঃ লাআ‘বুদুমা-তা‘বুদূন।
অর্থঃ আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর।
وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
ওয়ালাআনতুম ‘আ-বিদূনা মাআ‘বুদ।
এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি
وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ
ওয়ালাআনা ‘আ-বিদুম মা-‘আবাত্তুম,
এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর।
وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
ওয়ালাআনতুম ‘আ-বিদূনা মাআ‘বুদ।
তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি।
0 Comments